শীর্ষস্থানীয় জ্ঞানী মুহিউদ্দীন খান,


বিশ্ব বাঙালীর অপ্রতিদ্বন্দী, ইসলামী সাহিত্যের মহাপ্রাণ।


গুণমুগ্ধ মাসিক মদিনার কর্ণধার,


দ্বীনী রাজনীতির এক বিশ্বস্ত অজ্গিকার।


বামদের তর্জন-গর্জন, পুজিবাদের আস্ফালন,


স্থানীয় রাজণীতির ভ্রান্তি, বহুজাতিক হুংকার।


ডরেননি যিনি, লড়েছেন লিখে ক্ষুরধার,


কান্ডারী জমিনে, ছিলেন দ্বীপ্ত মশাল।


ক্ষণজন্মা মহান জীব, উদ্বুদ্ধ বাজ্গালীর প্রাণ,


ছড়িয়ে থাকা জ্ঞানের আলো আছে অণির্বান,


আস্বাদন করেছেন মালিকের স্পর্শ, হয়েছেন মহিয়ান,


মুনাজাত তরে আল্লার পরে পূর্ণ হোক শূন্যস্থান।